এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বান্দরবান পার্বত্য জেলার এসপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে থানচি থানা সভা কক্ষে থানচি থানার ওসি নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এলাকার শান্তিশৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার এস পি মো. শহীদুল্লাহ কাওছার পিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি মো. সেলিমুর রশীদ ভূঁইয়া, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, উওইসারা ভান্তে, থানচি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া সাংবাদিক, স্কুল-কলেজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, ব্যবসায়ী, এনজিও, ছাত্র জনতার, বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় গুরু ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র দেশ। দেশ আমার-আপনার সবার, দেশের স্বার্থ সবার উপরে। এই দেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না এবং দেশের পরিপন্থী কাজ করতে দেয়া হবে না। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও জনস্বার্থে পুলিশের ভূমিকা হবে কঠোর, অন্যায়কারীদের সঙ্গে কোনো আপোষ হবে না।
তিনি আরও বলেন, আমি বান্দরবানকে সুন্দর-সমপ্রীতির-সৌহার্দ্যপূর্ণ বান্দরবান দেখতে চাই। তিনি সমপ্রীতির বান্দরবান বজায় রাখতে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় সবার জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের জাতিগোষ্ঠীর ও এলাকার সম্পর্কে বক্তব্য রাখেন।
টিএইচ